শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

২০ মিনিটে রক্ত পরীক্ষা করে হৃদরোগ চিহ্নিত করার যন্ত্র তৈরি করেছে ইরানি বিজ্ঞানীরা

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১২, ২০১৯ 

news-image

প্রটোটাইপ এ যন্ত্রটি রক্ত পরীক্ষার মাধ্যমে ২০ মিনিটের মধ্যে জানান দেবে কারো হৃদরোগের আশঙ্কা আছে কি না। যন্ত্রটিতে একটি গ্রাফেন প্লেট সংযুক্ত করা আছে যাতে একটি চিপ রয়েছে এবং তা রক্ত পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে হৃদরোগের পূর্বাভাস দেবে। ইরানের একটি জ্ঞান-ভিত্তিক কোম্পানি এধরনের যন্ত্র তৈরি করেছে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সারভার ইউসেফিনাসাব। ছোটখাট ধরনের এ যন্ত্রাটি ব্যবহার সহজ কিন্তু ফলাফল দেবে সঠিক। লাইসেন্স পেলে আগামী এক বছরের মধ্যে কোম্পানিটি এ যন্ত্র বাণিজ্যিকভাবে উৎপাদন করবে।

গত কয়েক বছর ধরে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বেশকিছু সফলতা পেয়েছে দেশটি। এ বছরের শুরুতে আমির কবির প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি রোবট তৈরি করে যে হৃদরোগীর অস্ত্রোপচারে অংশ নিতে পারবে। অস্ত্রোপচারের সময় রোবটটি রোগীর হার্টবিট পরখ করে চিকিৎসককে প্রয়োজনীয় সহায়তা দেবে। এর ফলে অস্ত্রোপচার আরো নিখুঁত করা সম্ভব হবে বলে ওই বিশ^বিদ্যালয়টির ইলেক্ট্রিসিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হায়দার আলী তালেবি জানান।