২০২৫ এওয়াইপিজিতে প্যারা তায়েকোয়ান্দো অ্যাথলেটরা তিনটি স্বর্ণপদক জয় করেছে
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৩, ২০২৫
তেহরান – শুক্রবার দুবাইয়ে অনুষ্ঠিত ২০২৫ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে ইরানের প্যারা তায়েকোয়ান্দো অ্যাথলেটরা তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক জয় করেছে।
সিনিয়র পুরুষ কেএ৪৪ −৫৮ কেজি বিভাগে ফাইনালে উজবেকিস্তানের ফাইয়্যোজবেক ভ্যালিজোনভকে ২–১ ব্যবধানে পরাজিত করে স্বর্ণপদক জয় করেন আবোলফজল ইমানি।
এই ওজন শ্রেণিতে চীনের ওয়েইইউ বাও এবং দক্ষিণ কোরিয়ার পিয়ংগ্যাং লি ব্রোঞ্জ পদক লাভ করেন।
সিনিয়র পুরুষ কেএ৪৪ −৬৩ কেজি বিভাগে ফাইনালে উজবেকিস্তানের মুহাম্মদসোদিক উসমোনভকে ২–১ ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক অর্জন করেন আমিরহোসেইন আলিজাদেহ।
এই বিভাগে চীনের লিন পান এবং বাহরাইনের ইব্রাহিম সামকা দুটি ব্রোঞ্জ পদক জয় করেন।
সিনিয়র নারী কেএ৪৪ −৫৭ কেজি বিভাগের ফাইনালে নিজ দেশের প্রতিদ্বন্দ্বী জাহরা রহিমকে ২–১ ব্যবধানে পরাজিত করে স্বর্ণপদক জয় করেন মরিয়ম আবদোল্লাহপুর।
এই ওজন শ্রেণিতে চীনের জিয়ুয়ে সু এবং উজবেকিস্তানের কামোলা জুরায়েভা ব্রোঞ্জ পদক অর্জন করেন।
এছাড়া, সিনিয়র নারী কেএ৪৪ −৪৭ কেজি বিভাগের ফাইনালে ইরানের জাহরা সোলতানি চীনের বো ইয়ানের কাছে পরাজিত হন এবং রৌপ্য পদক লাভ করেন।
এই বিভাগে উজবেকিস্তানের কিজলারখোন ইসোমিদ্দিনোভা এবং নেপালের রেনু তামাং দুটি ব্রোঞ্জ পদক জয় করেন।
ইরান মোট ১১টি খেলায় ১৯৪ জন প্যারা অ্যাথলেটকে এই গেমসে পাঠিয়েছে।
পঞ্চম এশিয়ান ইয়ুথ প্যারা গেমস দুবাইয়ে ১০ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।
তথ্যসূত্র: তেহরান টাইমস