শনিবার, ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

২০২০ সালে ইরানের অর্থনীতি মন্দা অতিক্রম করবে, পূর্বাভাস বিশ্বব্যাংকের

পোস্ট হয়েছে: অক্টোবর ১২, ২০১৯ 

news-image

টানা মার্কিন অবরোধ ও তেল রফতানিতে বাধা সৃষ্টির পরও ইরানের অর্থনীতি আগামী বছর মন্দা অতিক্রান্ত করবে বলে  বলছে বিশ্বব্যাংক। এ বছর ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি নেতিবাচক হলেও আগামী বছর তা ঘুরে দাঁড়াবে। কারণ মার্কিন অবরোধ ও নিষেধাজ্ঞা সত্বেও ইরান প্রতিদিন ৫ লাখ ব্যারেল তেল রফতানি করতে সমর্থ হয়েছে। এরফলে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি আগামী বছর দাঁড়াবে শূন্য দশমিক ১ শতাংশে। ২০২১ সাল নাগাদ ইরানের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ১ শতাংশ। দেশটির মুদ্রাস্ফীতি ২০ শতাংশের নিচে থাকবে বলে বলছে বিশ্বব্যাংক। একই সঙ্গে ইরানের তেল নির্ভরতা থেকে সরে যেয়ে অন্যান্য পণ্য রফতানির সক্ষমতা বৃদ্ধি ইতিবাচক হবে বলে বলা হয়েছে বিশ্বব্যাংকের পূর্বাভাসে। মেহর নিউজ।