১৯৭৯ সালের ইসলামি বিপ্লব সম্পর্কে জানাতে ফটো প্রদর্শনী
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২২
ইরানের ঐতিহাসিক ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী উদযাপনের জন্য এই সপ্তাহে রাজধানী তেহরানে বেশ কয়েকটি ছবির প্রদর্শনী শুরু হবে।এর মধ্যে ইরানের ন্যাশনাল লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস (এনএলএআই) অনলাইনে একটি বড় প্রদর্শনীর আয়োজন করবে।প্রদর্শনীটি “একটি বিপ্লবের জন্ম: অ-ইরানি মিডিয়ার চোখে ইসলামি বিপ্লব” শিরোনামে www.nlai.ir/birth-of-revolution ওয়েব ঠিকানায় পাওয়া যাবে।এক বিবৃতিতে এনএলএআই বিপ্লবটিকে বিংশ শতাব্দীর শেষ বিপ্লব হিসেবে উল্লেখ করেছে, যা বিশ্ব মিডিয়ায় ফলাওভাবে প্রচার করা হয়।য়ে কারণেই সারা বিশ্ব থেকে ফটো সাংবাদিকরা এই প্রধান অনুষ্ঠানটি কাভার করতে ইরানে ছুটে আসেন। বিপ্লবের আকর্ষণীয় মুহূর্তগুলোকে চিত্রিত করে এমন সব ছবির একটি সংগ্রহ প্রদর্শনীর জন্য প্রস্তুত করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।