শুক্রবার, ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

হরমুজ প্রণালীতে ইরান-চীনের যৌথ নৌ মহড়া শুরু

পোস্ট হয়েছে: জুন ১৯, ২০১৭ 

news-image

পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালী এবং ওমান সাগরে একদিনের যৌথ নৌ মহড়া শুরু করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও চীন। চীনা নৌবহরে রয়েছে দুটি যুদ্ধজাহাজ, একটি সাপোর্ট ভেসেল এবং একটি হেলিকপ্টার।

মহড়ায় ইরানের পক্ষ থেকে আলবোর্জ নামের ডেস্ট্রয়ার, একটি হেলিকপ্টার ও ৭০০ নৌসেনা অংশ নিচ্ছেন। মহড়া শেষ আজ চীনা নৌবহর ওমানের রাজধানী মাস্কাটে যাবে। মহড়ায় অংশ নেয়ার আগে চীনা নৌ সেনারা ইরানের পর্যটন স্থানগুলো ঘুরে দেখেন। এছাড়া, ইরানের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে চীনা নৌবাহিনীর কর্মকর্তাদের বৈঠকের সময় তেহরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত প্যাং সেনও উপস্থিতি ছিলেন।

গত বৃহস্পতিবার চীনা নৌবহর ইরানের বন্দর আব্বাসে এসে পৌঁছায়। তার আগে তারা পাকিস্তানের করাচি বন্দরে একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেয়। সর্বশেষ তিন বছর আগে চীনের নৌবাহিনী ইরানের নৌবাহিনীর সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিয়েছিল। সূত্র: পার্সটুডে