রবিবার, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

স্পেনিশ কমেডি উৎসবে সেরা ছবি ইরানের ‘সিনেমা ডাঙ্কি’

পোস্ট হয়েছে: অক্টোবর ১৫, ২০২০ 

news-image

স্পেনের ষষ্ঠ বেগুর আন্তর্জাতিক কমেডি চলচ্চিত্র উৎসবে সেরা ছবির মুকুট কুড়ালো ইরানি কমেডি সিনেমা ‘ডাঙ্কি’। চলচ্চিত্রকার শাহেদ আহমাদলুর চলচ্চিত্রটি সেরা ছবির (বেস্ট পিকচার) স্বীকৃতি হিসেবে কোরাল ডি’অর জিতেছে। উত্তরপূর্বাঞ্চলীয় স্পেনের কাতালোনিয়ার উপকূলীয় অঞ্চলের কোস্তা ব্রাভায় এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মোহাম্মাদ রেজা দাভুদনেজাদ, হাসান রেজাই ও পুরিয়া শাকিবাই। ইরানি সিনেমার অপেশাদার অসদাচরণকে ব্যঙ্গ করে কামেডি ছবিটি নির্মাণ করা হয়েছে।

এরআগে ২০১৯ সালের মে মাসে কান ফিল্ম মার্কেটে চলচ্চিত্রটি দেখানো হয়।

বেগুর আন্তর্জাতিক কমেডি চলচ্চিত্র উৎসবের এবারের ষষ্ঠ আসর ১ অক্টোবর শুরু হয়ে চলে ১২ অক্টোবর পর্যন্ত। সূত্র: তেহরান টাইমস।