শনিবার, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

English

সোলাইমানিকে শ্রদ্ধা জানিয়ে শুরু হলো রেজিস্টেন্স চলচ্চিত্র উৎসব

পোস্ট হয়েছে: নভেম্বর ২২, ২০২০ 

news-image

রেজিস্টেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের ষোড়শ আসর শনিবার উদ্বোধন করা হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় কেরমান শহরে শহীদ কাশেম সোলাইমানিকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে উৎসবের এবারের আসর শুরু হয়।
 
গত জানুয়ারিতে ইরাকের বাগদাদে মার্কিন বিমান হামলায় আইআরজিসি কুর্দস ফোর্সের কমান্ডার সোলাইমানি প্রাণ হারান। পরে তাকে কেরমানে গ্রামের বাড়িতে দাফন করা হয়। মধ্যপ্রাচ্যের এই প্রভাবশালী সেনা কর্মকর্তাকে শ্রদ্ধা জানাতে তার সমাধিস্থলে জড়ো হন আয়োজক ও চলচ্চিত্রকারদের একটি গ্রুপ।

রেজিস্টেন্স চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় পর্ব ২১ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এতে ২৫ নভেম্বর বাসিজ দিবসের বার্ষিকী উদযাপন করা হবে।

এরআগে রেজিস্টেন্স চলচ্চিত্র উৎসবের প্রথম পর্ব দেশটির পবিত্র প্রতিরক্ষা সপ্তাহে ২১ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সূত্র: তেহরান টাইমস।