মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

সোফিয়া ইভেন্টে অংশ নিচ্ছে ইরানি তাইকোয়ান্ডো দল

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১১, ২০২১ 

news-image

বুলগেরিয়ায় অনুষ্ঠিতব্য রামুস সোফিয়া ওপেনে অংশ নিচ্ছে ইরানের জাতীয় তাইকোয়ান্ডো দল। সোফিয়ায় ৬ থেকে ৭ মার্চ ইভেন্টটি অনুষ্ঠিত হবে। বুলগেরিয়ার উদ্দেশ্যে ইরানি দল রওনা করবে ৪ মার্চ।

২০২১ রামুস সোফিয়া ওপেনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এপর্যন্ত বিশ্বের ১২টি দেশের ১১৭জন তাইকোয়ান্ডো নিবন্ধন করেছেন।

সোফিয়া ইভেন্টে ইরানের প্রতিনিধিত্ব করবেন আরমিন হাদিপুর, মিরহশেম হোসেইনি, আমির মোহাম্মদ বখশী, মেহরান বারখোরদারি, সাজ্জাদ মর্দানি, এবং সুরেশ আহমদী। সূত্র: মেহর নিউজ এজেন্সি।