শুক্রবার, ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

সেরা ছাত্র বিষয়ক চলচ্চিত্র ‘লাইট সাইট’

পোস্ট হয়েছে: মে ২৩, ২০১৭ 

news-image

ইরানি চলচ্চিত্র নির্মাতা সাইদ মোসলেম তাবাতাবাঈ পরিচালিত স্বল্প দৈর্ঘ্য অ্যানিমেশন ছবি ‘লাইট সাইট’ সেরা ছাত্র বিষয়ক ছবির পুরস্কার জিতেছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অনুষ্ঠিত  ‘ফাইন আর্টস ফিল্ম ফেস্টিভ্যালে’ (এফএএফএফ) ছবিটি সেরা ছাত্র বিষয়ক চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশ থকে কয়েক ডজন ছবি উৎসবে প্রদর্শিত হয়। ক্যালিফোর্নিয়ার ভেনিসে গত ১২ মে উৎসব শুরু হয়ে চলে ১৩ মে পর্যন্ত।

‘লাইট সাইট’ ছবিটি এম.ই নামের এক জীবকে ঘিরে নির্মিত। যে তার কক্ষের বাইরে একটি সাদা আলো দেখে মুগ্ধ হয়ে পড়ে। পরে সে ওই আলোর কাছে পৌঁছার চেষ্টা করে। কিন্তু পথে নানা প্রতিবন্ধকতায় পড়ে।

উৎসবে গ্রিসের ডিমিত্রিস কুতসিয়াবাসাকোস তার ‘ইয়ান্নিস কাস্ত্রিটসিস: এ ম্যান অ্যান্ড হিজ শ্যাডো’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন। অন্যদিকে, ফিনল্যান্ডের সারা ল্যাম্বার্গ পরিচালিত ‘ইন্নুয়েন্ডো’ উৎসবের সেরা চলচ্চিত্র হিসেবে মনোনীত হয়েছে।

সূত্র: তেহরান টাইমস।