বৃহস্পতিবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন ইরানের শাকেরদুস্ত

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২২, ২০২২ 

news-image

‘তিতি’ নাটকে অভিনয়ের জন্য রাবাত আন্তর্জাতিক লেখক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ইরানের এলনাজ শাকেরদুস্ত।শাকেরদুস্ত মরোক্কোতে ১১ থেকে ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত রাবাত আন্তর্জাতিক লেখক চলচ্চিত্র উৎসবের এবারের ২৬তম পর্বে এই পুরস্কার লাভ করেন।উৎসবের জুরি সদস্যরা ইরানের নতুন একটি থিম এবং ভিন্ন চিত্র উপস্থাপনের জন্য আইদা পানাহান্দে পরিচালিত ইরানি ড্রামা চলচ্চিত্র “তিতি”র প্রশংসা করেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।