বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেলেন ইরানের গোলাব আদিনেহ

পোস্ট হয়েছে: এপ্রিল ২৬, ২০১৭ 

news-image

ইরানি পরিচালক মারজান আসরাফিজাদেহ পরিচালিত ‘দ্য সিস’ চলচ্চিত্রে ভালো অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড পেয়েছেন ইরানি অভিনেত্রী গোলাব অদিনেহ। সপ্তম বেইজিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (বিজেআইএফএফ) তাকে এই পুরস্কার দেয়া হয়। রোববাই এই পুরস্কার ঘোষণা করেছেন আয়োজকেরা। মঙ্গলবার এ খবর দিয়েছে তেহরান টাইমস।

ইরানি এই চলচ্চিত্রটি একজন মা ও মেয়ের চরিত্রকে ঘিরে নির্মিত। যেখানে মা-মেয়ে অনেক বছর ধরে একত্রে বসবাস করেন। এই সম্পর্ক চিরতরে শেষ হওয়ার নয়। তবুও শেষপর্যন্ত তাদের মধ্যে বিচ্ছেদের দিন এসে হাজির হয়।

বেইজিংয়ে অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবে পরিচালক মেই ফেং পরিচালিত ‘মি. নো প্রবলেম’ ছবিতে ভালো অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন চীনা অভিনেতা ফান ওয়েই।

এছাড়া জর্জিয়ার পরিচালক জর্জ ব্রাবাদজের ‘লুকা’ ছবি সেরা চলচ্চিত্রের খেতাব কুড়িয়েছেন। অন্যদিকে ‘হাউস অব আদার্স’ চলচ্চিত্রের জন্য জর্জিয়ার পরিচালক রুসুদান গ্লুরজিজকে সেরা পরিচালকের পুরস্কার দেয়া হয়েছে। সূত্র: তেহরান টাইমস।