বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

সিল্ক রোড চলচ্চিত্র উৎসবে ‘মালাকুত’র অ্যাওয়ার্ড জয়

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৫, ২০২০ 

news-image

আয়ারল্যান্ডের দুবলিনে অনুষ্ঠিত সিল্ক রোড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে (এসআরআইএফএফ) সম্মানজনক ডিপ্লোমা লাভ করেছে ইরানি চলচ্চিত্র ‘মালাকুত’। স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশনটি পরিচালনা করেছেন চলচ্চিত্রকার ফারনুশ আবেদি।

অ্যানিমেশনটি তৈরি করা হয়েছে এক পিয়ানো বাদকের গল্প নিয়ে। সে তার স্ত্রীর জীবন ফিরিয়ে আনার চেষ্টা করে। কিন্তু এতে সে তার ভেতরের শয়তানকে জাগিয়ে তোলে।

উৎসবের আয়োজকরা জানান, ২০১২ সালে সিল্ক রোড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের (এসআরআইএফএফ) যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর দ্রুত সময়ের মধ্যে এটি আন্তর্জাতিক প্রশংসিত চলচ্চিত্র উৎসবে পরিণত হয়। প্রতি বছর আয়ারল্যান্ডের দুবলিনে আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের আসর বসে। উৎসবে সিল্ক রোডের বাণিজ্যিক রুটের আওতাভুক্ত দেশগুলোর চলচ্চিত্রের জন্য বিশেষ বিভাগ রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।