মঙ্গলবার, ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

সিল্ক রোড উৎসবে সেরা অভিনেত্রী ইরানের নার্গেস

পোস্ট হয়েছে: অক্টোবর ৪, ২০২৩ 

news-image

চীনের ফুঝুতে সিল্ক রোড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের (এসআরআইএফএফ) ১০ম আসরে ইরানি অভিনেত্রী নার্গেস মোহাম্মাদি সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন।
‘উইন্ড অফ চেঞ্জ’-এ অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। বৃহস্পতিবার আয়োজকরা এই ঘোষণা দিয়েছেন।

আব্বাস রাফেই পরিচালিত ‘উইন্ড অফ চেঞ্জ’ সারার ঘটনা নিয়ে নির্মিত হয়েছে। তিনি একদিন জানতে পারেন, তার স্বামী নিখোঁজ। ফলে তিনি এবং তার কিশোরী কন্যাকে কারো উপর নির্ভর করতে হয়েছে। প্রতিবেশীদের একজনের সাথে তারা মরিয়া হয়ে তাকে খুঁজতে শুরু করে।

৮৬ মিনিটের চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নার্গেস মোহাম্মাদি, ফারিবা নাদেরি, হানা হারান্দি, হেদিহ বাজভান্দ, মোহাম্মদ রেজা শরিফিনিয়া, মরিয়ম বুবানি, এবং স্যাম নুরি।