সিল্কওয়ে সিরিজে সোনা জিতলেন ইরানি সাইক্লিস্ট
পোস্ট হয়েছে: মে ২৩, ২০২৩

কাজাখস্তানে অনুষ্ঠিত সিল্ক ওয়ে সিরিজ আস্তানায় স্বর্ণপদক জিতেছেন ইরানের সাইক্লিস্ট ফাতেমেহ হোদাভান্দ।
ইরানের ক্রীড়াবিদ হোদাভান্দ প্রতিযোগিতার কেইরিন বিভাগে প্রথম স্থান অধিকার করেন।তার স্বদেশী মায়েদেহ নাজারি একই বিভাগে তৃতীয় স্থান লাভ করতে পারে।
২০০ মিটার বিভাগে হোদাভান্দ দ্বিতীয় স্থানে এবং তার সতীর্থ সেতারেহ জারগার তৃতীয় স্থানে রয়েছে।সিল্কওয়ে সিরিজ আস্তানা ২০ থেকে ২১ মে কাজাখস্তানের আস্তানায় অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ।