বৃহস্পতিবার, ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

সিএএফএ অনূর্ধ্ব-২৩ নারী চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ২০, ২০১৯ 

news-image

সিএএফএ অনূর্ধ্ব-২৩ নারী চ্যাম্পিয়নশিপ ২০১৯ এ অংশ নিচ্ছে ইরান। ইরানি কোচ মরিয়ম আজমুন জানিয়েছেন, তার দল প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত রয়েছে।

তাজিকিস্তানের রাজধানী দুশানবে ২০ থেকে ২৯ নভেম্বর টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করবে ইরান, তাজিকিস্তান, আফগানিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।

সিএএফএ অনূর্ধ্ব-২৩ নারী চ্যাম্পিয়নশিপের বিজয়ী নির্ধারণ হবে রাউন্ড-রবিন ভিত্তিতে।

আজমুন বলেন, ‘‘ইভেন্টটি সামনে রেখে আমরা দুটি প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা করেছি। আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েই টুর্নামেন্টে অংশ নেব। প্রতিযোগিতায় অংশ নেয়ার মাধ্যমে মধ্য এশিয়ার দলগুলো আরও বেশি আন্তর্জাতিক ইভেন্টে লড়ার সক্ষমতা জোরদার করতে পারবে।’’

ইরানের অনূর্ধ্ব-২৩ নারী দল দুশানবের উদ্দেশে বুধবার তেহরান ছাড়বে। সূত্র: তেহরান টাইমস।