মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

সাংহাই উৎসবে দুই ইরানি ছবির পুরস্কার জয়

পোস্ট হয়েছে: জুন ১৯, ২০২৩ 

news-image

২৫তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কজ অব ডেথ: আননোন’ এবং ‘১.৫ হর্সপাওয়ার’ নামে দুটি ইরানি চলচ্চিত্র পুরস্কার জিতেছে। সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সরোয়ার পেইরোভানি ‘১.৫ হর্সপাওয়ার’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এবং দাউদ মালেক হোসেইনি  ‘কজ অব ডেথ: আননোন’  এর জন্য সেরা সিনেমাটোগ্রাফারের পুরস্কার জিতেছেন।

‘১.৫ হর্সপাওয়ার’ সিনেমায় অভিনয় করেছেন সরোয়ার পেইরোভানি, ইব্রাহিম আজিজি, মোহাম্মদ আশকানফার, এবং আমির বাবাসাহাবি।

‘কজ অব ডেথ: আননোন’ এ অভিনয় করেছেন বানিপাল শৌমাউন, আলিরেজা সানিফার, নেদা জেব্রেইলি, আলী মোহাম্মদ রাদমানেশ, জাকিহ বেহবাহনী, রেজা আমুজাদ, সোহেল বাভি, এবং সাইদ রেজাইকিয়া। সূত্র: মেহর নিউজ।