মঙ্গলবার, ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

সমুদ্রসম্পদ নিয়ে গবেষণা জাহাজ ছাড়ল ইরান

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ৬, ২০১৭ 

news-image

ইরানে তৈরি জাহাজ ‘পারসিয়ান গাল্ফ এক্সপ্লোরার’ দেশটির সমুদ্র সম্পদ নিয়ে গবেষণা, হাইড্রোগ্রাফি ও ওসানোগ্রাফিক জরিপের জন্যে সমুদ্রে রওনা দিয়েছে। এধরনের জাহাজ তৈরির জন্যে অনুপ্রেরণা দিয়েছিলেন দেশটির ইসলামি বিপ্লবের মহান ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেইনী। ইরানের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ওসানোগ্রাফি অ্যান্ড অ্যাটমোসফেরিক সাইন্স’এর কাছে জাহাজটি হস্তান্তর করার পর তা সমুদ্রে যাত্রা করে। এর নকশা তৈরি করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ম্যারিন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন। বন্দর আব্বাস থেকে জাহাজটি সমুদ্র জরিপে রওনা দেয়।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জানানো হয় এক নাগাড়ে ৪০দিন পর্যন্ত জাহাজটি গভীর সমুদ্রে অবস্থান করতে পারবে। ৩ হাজার মাইল এলাকা জুড়ে সমুদ্রজরিপ চালাতে সক্ষম জাহাজটি। স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ছাড়াও অন্যান্য সর্বাধুনিক প্রযুক্তি সংযোজন করা হয়েছে জাহাজটিতে।

এ জাহাজটি তৈরিতে গবেষক, প্রকৌশলী সহ নানা পেশার দেড়শ’ লোকবল নিয়োজিত ছিল। আর সময় লেগেছে ৩ লাখ ঘণ্ট। সূত্র: মেহের নিউজ