শীঘ্রই টেলিযোগাযোগ উপগ্রহ নাহিদ-২ উৎক্ষেপণ করবে ইরান
পোস্ট হয়েছে: মে ২৬, ২০২৫

ইরানের মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান ভাহিদ ইয়াজদানিয়ান বলেছেন, নিকট ভবিষ্যতে নাহিদ-২ উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করা হবে।
শুক্রবার ইরানের জাতীয় টিভি সংবাদদাতাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উপগ্রহ উৎক্ষেপণের দিকে ইঙ্গিত করে আরও বলেন, ‘আমরা এক সেট গবেষণা উপগ্রহ নির্দিষ্ট করেছি, যার লক্ষ্য বিভিন্ন উপগ্রহ সাবসিস্টেম পরীক্ষা করা। যা দেশীয়ভাবে উৎপাদিত উপগ্রহ সাবসিস্টেমের ৯৭ শতাংশেরও বেশি।
তিনি জোর দিয়ে বলেন, গবেষণা-১, ২, ৩ এবং ৪ উপগ্রহ হল বেসরকারি এবং শিক্ষা খাতের সহযোগিতায় নির্মিত উপগ্রহ।
নাহিদ-২ (যার অর্থ শুক্র) হল নাহিদ-১ এর উন্নত সংস্করণ। এটি একটি টেলিযোগাযোগ উপগ্রহ যার মাধ্যমে ইরান মহাকাশ যোগাযোগ শিল্পে প্রবেশ করতে পারে। সূত্র: মেহর নিউজ