বুধবার, ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

শরৎ তোমায় লিখছি

পোস্ট হয়েছে: অক্টোবর ২৮, ২০২১ 

মোঃ আনোয়ারুল আজম মিঠু

তোমার কথা ভাবতে ভাবতে
যায় দিন যায় চলে,
এক্ষুণি কি ফুটলে ফুল হয়ে তুমি
হেমন্ত শেষে এই শরতে?

তোমার অবয়ব দেখে হৃদয় জুড়ালো
হারিয়েছি তোমাতে আমি,
তুমি ছাড়া চলে না একটি দিনও
এতটুকু বৃষ্টির জলে হৃদয় জুড়ালো
আজ শরতের এই মিষ্টি আহ্বানে।

কাশফুল, ঘাসফুল ফুটে আছে থরে থরে
তোমার আমার মিলন হলো বুঝি
শরতের এই শান্ত বিকেলে,
এসো! এসো! ভালোবেসে হে শরৎ
আমার হৃদয়ের আঙ্গিনায়।