বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ল্যাটিন আমেরিকার ফিল্ম ফেস্টিভালে ইরানের ‘কুলবার্ফ’  

পোস্ট হয়েছে: জুন ২৪, ২০২১ 

news-image

ল্যাটিন আমেরিকান চলচ্চিত্র উৎসবের ১১ টি বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ইরানি ফিচার ফিল্ম ‘কুলবার্ফ‘ । এটি পরিচালনা করেছেন  মিলাদ মানসৌরিএর আগে বুলগেরিয়ার ফিল্ম ফেস্টিভালে কুলবার্ফ’ ৬টি পুরস্কার লাভ করে। মিলাদ মানসুরির প্রথম চলচ্চিত্র হিসেবে কুলবার্ফ’ আন্তর্জাতিক অঙ্গনের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। কুলবার্ফএ অভিনয় করেছেন হোসেইন সোলেমানিহোসেইন মেহরিদেনিজ মোতেভাসেলিমাহতাব সারভাতিচিয়া বাবামিরিআলি ফেরাসাতিআর্টিন আমজাদিপায়াম আমাদিনিয়া ও আলি আনসারিয়ান। মেহর