বৃহস্পতিবার, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

রোমে ইরানি সিনেমা প্রদর্শনী

পোস্ট হয়েছে: জুন ২৮, ২০১৮ 

news-image

ইরানের নারী চলচ্চিত্রকারদের সিনেমা নিয়ে বিশেষ প্রোগ্রামের আয়োজন করেছে রোমের ম্যাক্সি মিউজিয়াম। ‘আন আলট্রো সিনেমা ইরানিয়ানো’ শীর্ষক এই চলচ্চিত্র প্রদর্শনীতে ইরানের তিন জন নারী চলচ্চিত্রকারের সাতটি ছবি দেখানো হচ্ছে।

ইভেন্টে অংশ নিতে ইতোমধ্যে ইতালিতে পৌঁছেছেন ওই তিন নারী চলচ্চিত্রকার নারগেস আবিয়ার, বানি ইতেমাদ ও আইদা প্যানাহানদেহ।

তিন দিনের ইভেন্ট শুরু হয়েছে ২৩ জুন। চলচ্চিত্র নির্মাতা প্যানাহানদেহর ‘নারগেস’ ও আবিয়ারের ‘ব্রেদ’ ছবির প্রদর্শনী দিয়ে এই ইভেন্ট শুরু হয়।

রোববার দেখানো হবে ‘আনডার দ্যা স্কিন অব সিটি’, ‘ট্রাক ১৪৩’ ও ‘ইসরাফিল’। সোমবার ‘দ্যা মে লেডি’ ও ‘টেইলস’ প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এই ইরানি সিনেমা উৎসব। সূত্র: মেহর নিউজ এজেন্সি।