বুধবার, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

English

রোমানীয় হ্যান্ডবল ক্লাবে যোগ দিলেন ইরানের বাবাসাফারি

পোস্ট হয়েছে: জুন ২, ২০২০ 

news-image
ইরানের জাতীয় হ্যান্ডবল দলের গোলরক্ষক মোহসেন বাবাসাফারি রোমানীয় হ্যান্ডবল ক্লাব বুজাওয়ে যোগ দিয়েছেন। বাজু ক্লাবে যোগ দেয়া তিনি তৃতীয় ইরানি খেলোয়াড়। এর আগে আললাহকারাম ইস্তেকি ও শাহু নোসরাতি ক্লাবটির হয়ে খেলেছিলেন।
 
৩২ বয়সী এই গোলরক্ষক রোমানিয়ার শীর্ষ লড়াকু দলে এক বছরের চুক্তিতে যোগদান করেছেন। তবে তিনি কত সম্মানি পাবেন তা প্রকাশ করা হয়নি।
 
বাবাসাফারি রোমানিয়ার পলিটেকনিক ইউনিভার্সিটি অব তিমিসোরা থেকে বুজাও ক্লাবে যোগ দেন। এইসসি বুজাও নামে পরিচিতি ক্লাবটি প্রতিষ্ঠিত হয় ২০১২ সালে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।