মঙ্গলবার, ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

রোবো ওয়ার্ল্ডকাপ ও আর্থ সায়েন্স অলিম্পিয়াডে ইরানের সাফল্য

পোস্ট হয়েছে: আগস্ট ১৯, ২০২৫ 

news-image

দক্ষিণ কোরিয়া এবং চীনে অনুষ্ঠিত যথাক্রমে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল রোবোস্পোর্টস অ্যাসোসিয়েশন (এফআইআরএ) এবং ইন্টারন্যাশনাল আর্থ সায়েন্স অলিম্পিয়াড (আইইএসও) প্রতিযোগিতায় অংশ নেওয়া ইরানের রোবোটিক্স এবং আর্থ সায়েন্স দলগুলি বিভিন্ন পুরষ্কার জিতেছে।

দক্ষিণ কোরিয়ার দায়েগুতে অনুষ্ঠিত এফআইআরএ ২০২৫ ওয়ার্ল্ড রোবোটিক্স এবং এআই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ইরানি রোবোটিক্স দলটি ১১টি পুরষ্কার জিতেছে।

চীনের জি’নিংয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (আইইএসও) ইরানিরা চারটি ব্রোঞ্জ পদক জিতেছে।

১১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত এফআইআরএ রোবোওয়ার্ল্ডকাপ ও সামিট-২০২৫ অনুষ্ঠিত হয়। এই খেলাটি চারটি লীগে ৪৬টি ইভেন্টে অনুষ্ঠিত হয়। এর মধ্যে রয়েছে ‘স্পোর্টস লীগ’ তথা দ্বিপদীয় হাঁটার জন্য একটি স্বায়ত্তশাসিত রোবট, ‘চ্যালেঞ্জ লীগ’ যেমন স্বচালিত যানবাহন এবং স্টার্ট-আপ প্রতিযোগিতা, ‘এয়ার লীগ’ যেমন ড্রোন ব্যবহার করে অভ্যন্তরীণ দুর্যোগ উদ্ধার দৌড় প্রতিযোগিতা এবং ‘ইয়ুথ লীগ’ তথা একটি যুব সৃজনশীল কাজের প্রতিযোগিতা।

ইরানি প্রতিনিধিদলগুলি এয়ার লীগ এবং স্পোর্ট লীগে (১৯ বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য) পাঁচটি চ্যাম্পিয়নশিপ জিতেছে। পাশাপাশি চ্যালেঞ্জ এবং যুব লীগও জিতেছে। তারা স্বচালিত যানবাহন, যুব সৃজনশীল কর্ম এবং স্পোর্ট লীগে চারটি রানার-আপ অবস্থান এবং দুটি তৃতীয় স্থান অর্জন করেছে।

এই বছর এফআইআরএ রোবোওয়ার্ল্ডকাপের ৩০তম আসরে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, রাশিয়া, চীন, তাইওয়ান, ইরান এবং ব্রাজিল সহ বিশ্বের ১৭টি দেশের ৯০০ রোবট প্রতিযোগিতায় অংশ নেয়।

শ্যান্ডং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জি’নিং কনফুসিয়াস স্কুলের যৌথ আয়োজনে আইইএসও ৭ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়।

মেহর সংবাদ সংস্থা জানিয়েছে, দলটিতে ছিলেন বারদিয়া খলিলি, পারিসা সেদকি, ফাতেমেহ হেদায়াত কাখাকি এবং জাহরা গৌদারজিপুর।

এই বছর ৩১টি দেশ ও অঞ্চলের মোট ২১০ জন শিক্ষার্থী এবং শিক্ষক আইইএসও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সূত্র: তেহরান টাইমস