রবিবার, ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

রোবোকাপ রেসকিউ সিমুলেশন লীগে চ্যাম্পিয়ন ইরানি শিক্ষার্থীরা

পোস্ট হয়েছে: আগস্ট ৩, ২০২৫ 

news-image

খাতাম বিশ্ববিদ্যালয়ের টিমরাদ নামে ইরানি দল রোবোকাপ ২০২৫ রেসকিউ সিমুলেশন লীগে প্রথম স্থান অর্জন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্সে নিজেদের উন্নত বৈজ্ঞানিক জ্ঞান এবং প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করে তারা এই গৌরব লাভ করে। প্রতিযোগিতাটি ১৫ থেকে ২১ জুলাই ব্রাজিলের সালভাদরে অনুষ্ঠিত হয়।

জাপানের আইচি ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং ভারতের হায়দ্রাবাদের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করে।

পাঁচ দিনের এই প্রতিযোগিতায় ৪০টি দেশ থেকে ২ হাজার জন অংশগ্রহণকারী একত্রিত হয়। এই ইভেন্টে রোবোকাপ সকার, রোবোকাপ রেসকিউ, রোবোকাপ জুনিয়র, রোবোকাপ ইন্ডাস্ট্রিয়াল, রোবোকাপ @হোম এবং রোবোকাপ ফ্লাইং রোবট সহ ছয়টি লীগ অনুষ্ঠিত হয়।

রোবোকাপ রেসকিউ সিমুলেশন লীগ একটি শিক্ষামূলক এবং গবেষণা প্রকল্প যা দুর্যোগ প্রতিক্রিয়ার উপর নজর দেয়। এর মূল লক্ষ্য হল গবেষণা এবং উন্নয়নের মাধ্যমে দুর্যোগ প্রতিক্রিয়ার ক্ষেত্রকে এগিয়ে নেওয়া। সূত্র: তেহরান টাইমস