রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

রেড সি উৎসবে পুরস্কার জিতেছে ইরানের ‘স্যুটকেস’

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১১, ২০২৩ 

news-image

সৌদি আরবের জেদ্দায় শনিবার তৃতীয় রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা শর্ট ফিল্ম হিসেবে সিলভার ইউসর জিতেছে ইরানি শর্ট ফিল্ম ‘স্যুটকেস’। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন আকো জান্দ-কারিমি এবং সামান হোসেনপুর।

২০২৩ সালে নির্মিত ছবিটি একজন কুর্দি শরণার্থীকে নিয়ে তৈরি করা হয়েছে। তিনি তার নিজের দেশ থেকে অনেক দূরে নিজের স্যুটকেসে থাকেন। এতে তিনি তার পরিবারের স্মৃতি বহন করেন। বিদেশি সিটি সেন্টারের কোলাহলে কেউ যখন স্যুটকেসটি চুরি করে তখন সে যেন তার বাড়িটি দ্বিতীয়বার হারায়।

মেসাম দামানজে, রেজভান খোদামি, এলেনা সাহামি এবং আভা মোসলেম-খানি স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করেছেন।

১৫ মিনিটের সিনেমাটি ইতালিতে ১১তম পারমা আন্তর্জাতিক সঙ্গীত চলচ্চিত্র উৎসবে সেরা স্ক্রিপ্টের পুরস্কার এবং সেপ্টেম্বরে জার্মানির কোবানি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক পুরস্কার জিতেছে।

সূত্র: তেহরান টাইমস