শুক্রবার, ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

রাশিয়ায় ৪০টি টারবাইন রপ্তানি করবে ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ২৭, ২০২২ 

news-image

রাশিয়ায় ৪০টি টারবাইন রপ্তানি করা হবে। রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত একটি চুক্তির ভিত্তিতে এসব টারবাইন নির্মাণ ও সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ইরানের গ্যাস শিল্প উন্নয়ন ও প্রকৌশল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা নুশাদি। গ্যাস শিল্পে টারবাইনের ব্যাপক গুরুত্ব রয়েছে।

তিনি আরও বলেছেন, বর্তমানে গ্যাস শিল্পের জন্য প্রয়োজনীয় ৮৫ শতাংশ সরঞ্জাম ও অবকাঠামো দেশেই নির্মাণ করা হচ্ছে।

এই কর্মকর্তা আরও বলেছেন, ইরানের তৈরি টারবাইনের কর্মক্ষমতা একই ধরণের বিদেশি টারবাইনের চেয়ে বেশি। ইরানের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের হাত ধরেই এই সাফল্য এসেছে।

সাম্রাজ্যবাদীদের নিষেধাজ্ঞার মধ্যে ইরানের গ্যাস উৎপাদন দ্বিগুণ হয়েছে বলেও জানিয়েছেন রেজা নুশাদি।

স্বাধীন নীতির অনুসারী দেশগুলোর বিরুদ্ধে সাম্রাজ্যবাদীদের নানা ষড়যন্ত্রের কথা তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতা ও মানবাধিকারের দাবিদার দেশগুলো ইরানের উন্নয়ন-অগ্রগতি রুখে দিতে সব সময় তৎপরতা চালাচ্ছে। কিন্তু ইরানের তরুণ বিজ্ঞানীরা তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে সক্ষম হয়েছে। পার্সটুডে/