মঙ্গলবার, ২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

‘রাজি কোভ পার্স’ টিকার তৃতীয় ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৮, ২০২১ 

news-image

ইরানের তৈরি ‘রাজি কোভ পার্স’ করোনা ভাইরাসের টিকার তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। রোববার ৪০ হাজার মানুষকে প্রয়োগের লক্ষ্য নিয়ে এই তৃতীয় ধাপের এই টিকাদান কার্যক্রম শুরু হয়। খবর আইআরআইবির।

রাজি ভ্যাকসিন ও সেরাম রিসার্চ ইন্সটিটিউট উৎপাদিত ‘রাজি কোভ পার্স’ ইরানের তৈরি দ্বিতীয় করোনা টিকা যেটির ২৭ ফেব্রুয়ারি মানব পর্যায়ে পরীক্ষা শুরু হয়।

প্রটিন-ভিত্তিক টিকাটি তিন ডোজের। প্রথম দুই ডোজ শরীরে প্রয়োগযোগ্য আর তৃতীয় ডোজ ইনহেলারের মাধ্যমে নিতে হবে। প্রথম ডোজের ২১ দিন পর স্বেচ্ছাসেবীদের দ্বিতীয় ডোজ এবং তার ৫১ দিন পর তৃতীয় ডোজ দেওয়া হবে।

‘রাজি কোভ পার্স’ প্রথম পর্যায়ে ১৩৩ জনকে এবং দ্বিতীয় পর্যায়ে ৫শ জনকে ইনজেকশনের মাধ্যমে দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ের পর ৮০ শতাংশের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে দেখা গেছে। সূত্র: তেহরান টাইমস।