বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাহিত্য সভা

পোস্ট হয়েছে: আগস্ট ৩০, ২০১৬ 

news-image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে গত ২৮ আগষ্ট মনোজ্ঞ সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন্স কমপ্লেক্সের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আতাউল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডীন প্রফেসর ড. এফ. এম. এ. এইচ তাকী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালচারাল কাউন্সেলর জনাব সাইয়্যেদ মূসা হোসেইনী।

9_286626

সভায় বক্তব্য রাখেন ইরান সাংস্কৃতিক কেন্দ্রের ডেপুটি কাউন্সেলর জনাব আসগার খসরুয়াবাদী, প্রফেসর শামীম খান, প্রফেসর ড. নুরুল হুদা ও প্রফেসর ড. কামালউদ্দিন। বর্ণাঢ্য এই সাহিত্যসভায় ভাষা বিভাগের (ফারসি) ছাত্রছাত্রীদের উপস্থাপনার মধ্যে ছিল মহাকবি সাদী, হাফিয ও সমকালীন ইরানি কবিদের কবিতা থেকে আবৃত্তি, বিভাগের শিক্ষক ও ইরানি মেহমানদের উদ্দেশে নিবেদিত স্বরচিত সমবেত সংগীত পরিবেশনা, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বক্তৃতা, কৌতুক ও নাটিকা পরিবেশনা। আর এই বৈচিত্র্যময় সব উপস্থাপনাই হয়েছে ফারসিতে।

12_286629 (1)

ভাষা বিভাগের বিভিন্ন ভাষার শিক্ষক ও শিক্ষার্থীদের মুহুর্মূহু করতালির মাধ্যমে ফারসিতে সকল পরিবেশনা উপভোগ্য হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রফেসর তাকী তাঁর বক্তৃতায় বলেন, ইরানের সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা ও ধর্মীয় শিক্ষা সবই বিশ্বসভ্যতায় বিশেষ করে ভারতীয় উপমহাদেশে কল্যাণকর ভূমিকা রেখেছে। জনাব সাইয়্যেদ মূসা হোসেইনী ফারসি ভাষা ও সাহিত্যের শিক্ষার্থীদের উন্নয়নে ইরানে উচ্চতর কোর্সে অংশগ্রহণে সহায়তা, ইরান স্টাডিজ রুম প্রতিষ্ঠায় সহযোগিতা, ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অব্যাহত রাখা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর পেতে সহযোগিতার আশ্বাস দেন।

11_286628

thumbnail ড়