সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

English

যৌথ মুক্ত অর্থনৈতিক অঞ্চল গড়বে ইরান-রাশিয়

পোস্ট হয়েছে: জুলাই ১৯, ২০২২ 

news-image
দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে একমত হয়েছেন ইরানি ও রুশ কর্মকর্তারা। দুই দেশ একটি যৌথ মুক্ত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন একজন ইরানি কর্মকর্তা।
বসন্তের শেষ দিনে ইরানের মুক্ত বাণিজ্য-শিল্প ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের হাই কাউন্সিলের সেক্রেটারি সাইদ মোহাম্মদ রাশিয়ার ডুমা স্টেটের আইন প্রণেতাদের সাথে পৃথক এক বৈঠক মিলিত হন। বৈঠকে ভ্লাদিমির পুতিনের একজন বিশেষ প্রতিনিধি এবং আস্ট্রাখান লোটাস বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পরিচালক উপস্থিত ছিলেন।
বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়ন ও ইরানের মধ্যে মুক্ত অঞ্চল চুক্তির অতিরিক্ত প্রোটোকল অনুমোদনের জন্য একটি আইনে স্বাক্ষর করেন। সূত্র: মেহর নিউজ।