শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

English

যুদ্ধ-পরবর্তী ধ্বংসযজ্ঞে গাজার প্রতিচ্ছবি দেখছে ইহুদিরা, স্বীকার করল ইসরাইলি মিডিয়া

পোস্ট হয়েছে: জুলাই ২, ২০২৫ 

news-image

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গভীর মানসিক ও কৌশলগত পরাজয় স্বীকার করল ইসরায়েলি গণমাধ্যম। দেশটির সংবাদ মাধ্যমে সতর্ক করে বলা হয়েছেইসরায়েলি সমাজের আক্রমণ-মুক্ত থাকার অনুভূতি এখন স্থায়ীভাবে ভেঙে পড়েছে।

হারেটজ এবং +৯৭২ ম্যাগাজিন সহ হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলি জানিয়েছেইরানি ক্ষেপণাস্ত্রের প্রতি ইসরায়েলিদের ভয় একটি স্থায়ী বাস্তবতা হয়ে উঠেছে এবং ইসরাইল গাজায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তেল আবিবের জনগণ এখন সেই একই ধ্বংসযজ্ঞের মুখোমুখি হচ্ছে।

একটি বিশদ বিশ্লেষণে হারেটজ বর্ণনা করেছেকীভাবে ইসরায়েল সংঘাতের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে এবং ইরানের প্রতিশোধমূলক অভিযানের ক্ষত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মনে কীভাবে গেঁথে থাকবে। প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছেইসরায়েলিরা এখন তাদের নিজেদের ধ্বংসপ্রাপ্ত পাড়াগুলিতে গাজায় নিজেদের সৃষ্ট ধ্বংসযজ্ঞের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে।

এখন থেমে থেমে ইসরায়েলিদের দুর্ভোগ বিবেচনা করার সময় এসেছে যারা এই যুদ্ধের জন্য মূল্য দিয়েছেন। আজ যখন কেউ তেল আবিব দেখতে কেমন তা দেখেতখন স্পষ্ট হয়ে ওঠে যেমধ্যপ্রাচ্যকে ধ্বংসকারী যুদ্ধের অবসান হওয়া উচিত”লিখেছে হারেটজ।

পত্রিকাটি আরও বলেছেইসরায়েলিরা বিমান হামলার সাইরেন এবং পূর্ববর্তী সংঘাতে অভ্যস্ত হয়ে উঠলেও‌ ইরানের সাথে যুদ্ধ ছিল ভিন্ন মাত্রার।প্রথম ইরানি ক্ষেপণাস্ত্র কেবল তেল আবিবে আঘাত করেনি – এটি ইসরায়েলি সম্মিলিত পরিচয়ের হৃদয়ে আঘাত করেছে। এটি প্রমাণ করেছে যে ইসরায়েল আর অনাক্রম্য নয়।”

রামাত গান এবং তামরা সহ একাধিক শহরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। এমনকি ইসরায়েলি বিশ্লেষকরাও স্বীকার করেছেনইসরায়েলি শহর এবং গাজার মধ্যে ব্যবধান প্রায় অদৃশ্য হয়ে গেছে।

হারেটজ প্রতিবেদনে বলছেতেল আবিবের দৃশ্য এখন বেইত লাহিয়া এবং গাজা সিটিতে আমরা যা দেখেছি তার সাথে সাদৃশ্যপূর্ণ।কেবল এখন ইসরায়েলিরা বুঝতে পারে যেতাদের উপর দেড় টন বিস্ফোরক ফেলার অর্থ কী।

এদিকে টাইমস অফ ইসরায়েল প্রশ্ন তুলেছেপ্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কীভাবে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে নিয়ে তীব্র সমালোচনা করার পর এই প্রশ্ন উঠেছে। পত্রিকাটি জানিয়েছেইরানের পারমাণবিক কর্মসূচি ব্যাহত হলেও এটি অক্ষত রয়েছে – এবং ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান ইসরায়েলি কর্মকর্তাদের বিভ্রান্ত করে তুলেছে।

+৯২৭ ম্যাগাজিনে হতাশাজনক দৃষ্টিভঙ্গির প্রতিধ্বনি লক্ষ্য করা গেছে। নেতানিয়াহুর দাবিকে খারিজ করে দিয়েছে যেতিনি একটি অস্তিত্বগত হুমকিকে নস্যাৎ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, “এগুলি ফাঁকা ঘোষণা। অন্তহীন যুদ্ধের মধ্য দিয়ে টেনে নেওয়া ইসরায়েলি জনগণ নিরাপত্তার মায়া ফিরে পাবে না।

ইসরাইলি গণমাধ্যমের এসব প্রতিবেদনে স্পষ্ট হয়ে উঠেছেযুদ্ধবিরতি সাময়িক স্বস্তি দিলেও মানসিক পতন অপরিবর্তনীয়। ইসরায়েলি অজেয়তার যুগ শেষ হয়ে গেছে। আয়রন ডোম ক্ষেপণাস্ত্রগুলিকে বাধা দিতে পারে – কিন্তু এটি একটি জাতিকে তার নিজস্ব কর্মের পরিণতি থেকে রক্ষা করতে পারে না।”

সূত্রঃ তাসনিম নিউজ এজেন্সি