সোমবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

English

মুস্তাফা পুরস্কার জিতলেন ইরানের নারী বিজ্ঞানী

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৪, ২০২৫ 

news-image

ক্যান্সারের চিকিৎসায় ওষুধের প্রতিরোধ ক্ষমতার দুর্বলতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে যুগান্তকারী গবেষণার স্বীকৃতিস্বরূপ ৪০ বছরের কম বয়সী বিজ্ঞানী হিসেবে মুস্তাফা পুরস্কার লাভ করেছেন ইরানি নারী বিজ্ঞানী সেপিদে মির্জায়ি-ভারজেগানি।

এই নবপ্রতিষ্ঠিত পদকটি প্রথম যারা পেয়েছেন, তেহরানের ইসলামিক আজাদ ইউনিভার্সিটির বিজ্ঞান ও গবেষণা শাখার সেল এবং ডেভেলপমেন্টাল বায়োলজির সহকারী অধ্যাপক ভারজেগানি তাদের অন্যতম। এই পুরস্কারটি প্রতি দুই বছর অন্তর বিজ্ঞান উৎসবে প্রদান করা হয়।

২০১২ সালে প্রতিষ্ঠিত মুস্তাফা পুরস্কারকে ইসলামিক বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার হিসেবে গণ্য করা হয়।

২০১৫ সাল থেকে, এই পুরস্কার তিনটি প্রধান বিভাগে অসামান্য অবদান রাখা গবেষকদের প্রদান করা হচ্ছে। তা হলো- জীবন ও চিকিৎসা বিজ্ঞান এবং প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ বিজ্ঞান এবং প্রযুক্তি, এবং মৌলিক ও প্রকৌশল বিজ্ঞান। মানব জীবনের উন্নতি ঘটায়, জ্ঞানের সীমা প্রসারিত করে বা নতুন পদ্ধতি প্রবর্তন করে- এমন বৈজ্ঞানিক সাফল্যের জন্য বিজয়ীদের ৫ লাখ ডলার মূল্যের পুরস্কার দেওয়া হয়।

মুস্তাফা পুরস্কারের বৈজ্ঞানিক কমিটির প্রধান আলী আকবর সালেহি বলেছেন, মুস্তাফা পুরস্কারের পাঁচটি পূর্ববর্তী রাউন্ডের অভিজ্ঞতার উপর ভিত্তি করে ২০২৩ সালে নতুন পুরস্কার বিভাগ ‘তরুণ বিজ্ঞানী পদক’ চালু করা হয়েছে।

সালেহি বলেন, “এই পদকটি প্রতি দুই বছর অন্তর ৪০ বছরের কম বয়সী তরুণ প্রতিভাবান ব্যক্তিদের দেওয়া হয়, যাদের উদ্ভাবনী এবং প্রভাবশালী কাজ মানব জীবনের উন্নতির জন্য অবদান রাখে।”

মুস্তাফা বিজ্ঞান ও প্রযুক্তি ফাউন্ডেশন এই পদকটি চালু করেছে।

সালেহি তার বক্তব্যে বলেন, “তরুণ বিজ্ঞানীদের স্বীকৃতি এবং তাদের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাফল্যের সম্মান জানানো কেবল প্রশংসার অঙ্গভঙ্গি নয়—এটি এমন একটি বিনিয়োগ যা ইসলামিক সভ্যতার উত্থানের ঘোষণা করে।”

তরুণ বিজ্ঞানী পদকের প্রতিটি বিজয়ী একটি স্বীকৃতি সনদ এবং ১০,০০০ ডলার নগদ পুরস্কার লাভ করেন। সূত্রঃ মেহর নিউজ