শনিবার, ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

মিলাদ টাওয়ার থেকে ঝাঁপ দিলো ইরানের সশস্ত্র বাহিনীর ছত্রী সেনারা

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৪, ২০১৯ 

news-image

ইরানে গতকাল থেকে শুরু হয়েছে পবিত্র প্রতিরোধ সপ্তাহ। ২২ সেপ্টেম্বর ছিল ইরানের ওপর ইরাকের সাবেক বাথ সরকারের চাপিয়ে দেয়া যুদ্ধ শুরুর বার্ষিকী। ইরানে প্রতিবছর এ দিন থেকে শুরু হয় পবিত্র প্রতিরোধ সপ্তাহ।

৩৯ বছর আগে এ দিনে ইরাকের সাবেক সাদ্দাম সরকারের আগ্রাসী বাহিনী ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর আগ্রাসন শুরু করেছিল। এর মধ্য দিয়ে আরম্ভ হয় রক্তক্ষয়ী যুদ্ধ। আমেরিকার সবুজ সংকেত এবং সৌদি আরব ও কুয়েতের আর্থিক পৃষ্ঠপোষকতায় ইরাক সেদিন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর এ হঠকারিতা দেখিয়েছিল। টানা আট বছরের সে যুদ্ধ শেষ হয় আগ্রাসী ইরাকি বাহিনীর শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে। আর ইরান মর্যাদাপূর্ণ বিজয় লাভ করে।

প্রতিরোধ সপ্তাহের কার্যক্রমের অংশ হিসেবে ইরানের সশস্ত্র বাহিনীর ছত্রী সেনারা ইরানের রাজধানী তেহরানের বরজে মিলাদ বা মিলাদ টাওয়ার থেকে ঝাঁপ দেন। পার্সটুডে।