মঙ্গলবার, ২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

English

মালয়েশিয়ায় মাযহাবগুলোর নৈকট্য-সম্মেলন; মুসলিম বিশ্বের ঐক্যের নতুন রোডম্যাপ

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৭, ২০২৬ 

news-image

পার্স টুডে – মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের আলেম, চিন্তাবিদ ও গবেষকদের উপস্থিতিতে বিশ্ব মাযহাব-নৈকট্য ফোরামের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

এই সাধারণ অধিবেশনে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের আলেম ও বুদ্ধিজীবীরা অংশ নেন এবং তারা  ইসলামী বিশ্বের ঐক্য ও সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, অধিবেশনে বিশ্ব মাযহাব সন্নিকটতা ফোরামের মহাসচিব হুজ্জতুল ইসলাম ও মুসলিমিন হামিদ শাহরিয়ারি ফোরামের সাত দফা কৌশলগত সনদ বা ইশতেহার উপস্থাপন করেন। এই সনদে “মুসলিম উম্মাহ ও অভিন্ন সভ্যতাগত ঐক্য”কে কেন্দ্র করে নিম্নলিখিত বিষয়গুলোতে গুরুত্ব দেয়া হয়েছে: উম্মাহর বৈজ্ঞানিক নেতৃত্ব, বুদ্ধিজীবী নেটওয়ার্ক গঠন,যৌথ জ্ঞান উৎপাদন, মাযহাবগত বিভেদ হ্রাস, তাকফিরি ধারাগুলোর মোকাবিলা, সামাজিক সক্ষমতা বৃদ্ধি, গণমাধ্যম ও শিল্পকলার ভূমিকা,ইসলামী বিশ্বের প্রাতিষ্ঠানিক ও সভ্যতাগত সমন্বয়।

এছাড়া অধিবেশনে উপস্থিত আলেম ও চিন্তাবিদদের মধ্য থেকে ১৫ জনকে বিশ্ব মাযহাব সন্নিকটতা ফোরামের সাধারণ পরিষদের সদস্য হিসেবে নির্বাচন করা হয়।

মালয়েশিয়ার ইসলামি সংস্থার উপদেষ্টা পরিষদের প্রধান মোহাম্মদ আজমি আবদুল হামিদ বর্তমান ইসলামী বিশ্বের পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে বলেছেন:“মাযহাব-সন্নিকটতা কোনো সাময়িক প্রয়োজন নয়; বরং এটি একটি ধর্মীয় কর্তব্য এবং সব মুসলমানের যৌথ দায়িত্ব।”

বিশ্ব মাযহাব সন্নিকটতা ফোরামের উচ্চ পরিষদের প্রধান এবং সুন্নি আলেম মাওলানা ইসহাক মাদানিও ইসলামী ঐক্য সুদৃঢ় করতে আলেমদের ভূমিকার ওপর জোর দেন এবং বলেন: গঠনমূলক সংলাপ, পারস্পরিক সম্মান এবং উগ্র ও বিভেদসৃষ্টিকারী গ্রুপগুলোর মোকাবিলা আজ অত্যন্ত জরুরি।

অধিবেশনের শেষে হুজ্জতুল ইসলাম হামিদ শহরিয়ারি এক আদেশে মালয়েশিয়ায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক উপদেষ্টা হাবিব রেজা আরজানিকে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে বিশ্ব মাযহাব সন্নিকটতা ফোরামের সাধারণ পরিষদের প্রথম প্রতিনিধি হিসেবে নিয়োগের কথা ঘোষণা করেন।#

পার্স টুডে