বৃহস্পতিবার, ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

মার্কিন টুইন রিভারস উৎসবে দেখানো হবে ইরানের ‘দ্য সি’

পোস্ট হয়েছে: মার্চ ২০, ২০২২ 

news-image

সাহরা রামেজানিয়ান রচিত এবং পরিচালিত ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “দ্য সি” মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২২ টুইন রিভার মাল্টিমিডিয়া ফেস্টিভালে দেখানোর কথা রয়েছে।‘বেশ কয়েকজন বন্ধু দেশের উত্তরে ভ্রমণের পরিকল্পনা করছেন এবং এই ভ্রমণের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন’- এমন একটি গল্প নিয়েই এগিয়ে গেছে শর্ট ফিল্মটির মূল কাহিনী।রামেজানিয়ান পরিচালিত স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করেছেন ফারজানেহ সালাহশোর, ফারজাদ আলাভি, পুয়া হাঘিঘি এবং সাহরা রামেজানিয়ান।বার্ষিক টুইন রিভারস মিডিয়া ফেস্টিভালে ৩০ সেকেন্ড থেকে ১ ঘণ্টা দৈর্ঘ্যের চলচ্চিত্রগুলো দেখানো হয়। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটির এবারের আসর ২৬ মার্চ অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।