শুক্রবার, ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

মার্কিন উৎসবে দুই ইরানি স্বল্পদৈর্ঘ্যর পুরস্কার জয়

পোস্ট হয়েছে: জুলাই ২৪, ২০২২ 

news-image
মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্থেম চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে দুটি ইরানি স্বল্পদৈর্ঘ্য। পুরস্কার বিজয়ী চলচ্চিত্র দুটি হলো- “দ্য গিফট” এবং “আই উইল নেভার লিভ ইউ”।আলিরেজা বিগলারি পরিচালিত “আই উইল নেভার লিভ ইউ” সেরা আন্তর্জাতিক সংক্ষিপ্ত বিবরণের পুরস্কার জিতেছে।
বিগলারির শর্ট ফিল্মটিতে অভিনয় করেছেন গলি ঘাসেমি, আলিরেজা বিগলারি, মোস্তফা সাফাই, ফারিবোর্জ মেহরাবিয়ান এবং সিনা আব্বাসনেজাদ।
ফারবোদ আরদেবিলির “দ্য গিফট” সেরা ছোট নাটকের পুরস্কার জিতেছে। অ্যান্থেম চলচ্চিত্র উৎসবের এবারের আসর ১৩ থেকে ১৬ জুলাই নেভাদায় অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ।