রবিবার, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

মহাদেশীয় বিচ সকার কাপে ইরানের কাছে বিধ্বস্ত জাপান

পোস্ট হয়েছে: নভেম্বর ৪, ২০২১ 

news-image

২০২১ মহাদেশীয় বিচ সকার কাপে ইরানের কাছে বিধ্বস্ত হলো জাপানের বিচ সকার দল। বুধবার প্রতিপক্ষ দলকে হারিয়ে দারুণ জয় ঘরে তোলে ইরানের জাতীয় পুরুষ সকার বিচ দল।এদিন ইরান ২০২১ মহাদেশীয় বিচ সকার কাপে তাদের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হয়। দুর্দান্ত লড়াইয়ে পূর্ব এশীয় এই প্রতিদ্বন্দ্বীকে ৬-১ পয়েন্টের বড় ব্যবধানে পরাজিত করে ফারসি বাহিনী।পরবর্তী ম্যাচে বৃহস্পতিবার রাশিয়ার বিরুদ্ধে খেলবে ইরান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কাপটি অনুষ্ঠিত হচ্ছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।