শুক্রবার, ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

মহররম: বেদনার রাত ‘শামে গারিবান’

পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ২৩, ২০১৮ 

news-image

আশুরার(১০ মহররম) দিবাগত রাতটি ‘শামে গারিবান’ হিসেবে পরিচিত। মানব ইতিহাসের এক নজিরবিহীন বেদনার রজনী। কারবালায় শহিদ হজরত ইমাম হোসেইন(আ)সহ সবার পবিত্র দেহ থেকে মস্তক বিছিন্ন করে নেয়া হয়েছে। অশ্ববাহিনী ছুটিয়ে দিয়ে তাদের পবিত্র দেহগুলো দলিত মথিত করে দেয়া হয়েছে। ইয়াজিদি বাহিনীর বর্বর সেনারা ইমাম পরিবারের সম্মানিত নারীদের খিমা বা তাঁবু লুট করেছে। তাতে আগুন ধরিয়ে দিয়েছে ।

রহমাতুল লিল আলামিন বা বিশ্বের জন্য রহমত স্বরূপ এসেছিলেন যে নবীজি তার পরিবারের নারী সদস্যরা অভিভাবকহীন। পুড়ে যাওয়া তাঁবুগুলোর কাছে বসে শহিদদের স্মরণে বিলাপ করছেন। করছেন আহাজারি। নবী পরিবারের শিশুরা নির্যাতনের শিকার হয়েছে। মর্ম বিদারক এক পরিস্থতি। বিশ্বের ইতিহাসে বেদনাবিধুর এমন রাত আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে।

তেহরানসহ গোটা ইরানে এ রাতেও দোয়ার আসর বসেছে। শোকানুষ্ঠান হয়েছে। এ ছাড়া, মোমবাতি জ্বালানো হয়েছে। – পার্সটুডে।