শনিবার, ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

মনস্ট্রা অ্যানিমেশন উৎসব যাচ্ছে ইরানি পাঁচটি সিনেমা

পোস্ট হয়েছে: মার্চ ২২, ২০২২ 

news-image

পর্তুগিজ রাজধানীতে বুধবার থেকে শুরু হতে যাওয়া মনস্ট্রা-লিসবন অ্যানিমেশন ফেস্টিভালের বিভিন্ন বিভাগে দেখানোর জন্য ৫টি ইরানি চলচ্চিত্র বাছাই করা হয়েছে।উৎসবের সংক্ষিপ্ত প্রতিযোগিতায় দেখানো হবে ইরানি চলচ্চিত্রকার ইরামাহবুবেহ কালাইয়ের “দ্য ফোর্থ ওয়াল” এবং ইউনেস কাফাশিয়ানের “পিপল অ্যান্ড দ্য মুন”।“পিপল অ্যান্ড দ্য মুন” এ দেখানো হয়েছে, যখন কেউ প্রেমে পড়ে তখন তার সেই প্রেমে সর্বদা চাঁদের একটি গুরুত্বপূর্ণ উপস্থিতি থাকে।অন্যদিকে, “স্টারস ইন দ্য রেইন” এবং “সিমপ্যাথি সিনড্রোম” দেখানো হবে উৎসবের পারিবারিক প্রোগ্রাম বিভাগে।ডকুমেন্টারি, এক্সপেরিমেন্টাল এবং অ্যানিমেশন ফিল্ম সেন্টার প্রযোজিত “অনিমা” পারস্পেকটিভ বিভাগে দেখানো হবে। সূত্র: তেহরান টাইমস।