শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

মধ্য ইরানে আঙ্গুর উৎসব পালিত হয় যেভাবে

পোস্ট হয়েছে: অক্টোবর ২৭, ২০২২ 

news-image

ইরানের কেন্দ্রীয় মারকাজি প্রদেশের হাজাভেহে বর্তমানে আঙ্গুর এবং আঙ্গুর থেকে তৈরি পণ্য সামগ্রীর উৎসব চলছে।করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সপ্তাহব্যাপী অনুষ্ঠানটি দুই বছর বন্ধ থাকার পর অনুষ্ঠিত হচ্ছে।সোমবার স্থানীয় কর্মকর্তা মাসুমেহ হোসেনখানি এই তথ্য জানান। ব্যাখ্যা করে তিনি বলেন,বেসরকারি খাত আয়োজিত এই উৎসবে ৭০টি বুথ রয়েছে। এসব বুথ থেকে গ্রামবাসীদের জন্য আঙ্গুর পণ্য সরবরাহ করা হয়।হোসেনখানি বলেন, উৎসবটির শেষ আসরে ৭০ বিলিয়ন রিয়াল (২ লাখ ৩৪ হাজার মার্কিন ডলার) এর বেশি বিক্রি রেকর্ড হয়েছে। এই বছর বিক্রি শত বিলিয়ন রিয়ালে (৩ লাখ ৩৪ হাজার ডলার) পৌঁছবে বলে আশা করা হচ্ছে।উল্লেখ্য, মারকাজি প্রদেশকে ইরানের শিল্প রাজধানী হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও, প্রদেশটি প্রাকৃতিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় আকর্ষণে সমৃদ্ধ।ফারহান, সারুগ, লিলিভান, সেনেজান এবং ভাফসহ শহরে তৈরি হাতে বোনা কার্পেট এবং কিলিম আন্তর্জাতিকভাবে পরিচিত। সূত্র: তেহরান টাইমস।