বুধবার, ৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ভেনেজুয়েলা লুট করতেই মাদুরোকে অপহরণ করা হয়েছে: ইরানি নেটিজেনদের মন্তব্য

পোস্ট হয়েছে: জানুয়ারি ৫, ২০২৬ 

news-image

পার্সটুডে- সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ব্যবহারকারী ইরানিরা ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও মাদুরোকে অপহরণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে এবং বিমানবন্দরসহ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি করেছে। এরপর মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে অপহরণ করে নিজ দেশে নিয়ে গেছে।

এই পদক্ষেপের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে এটিকে মাদুরো সরকারের অধ্যায়ের অবসান বলে দাবি করেছেন।  যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে ইরানি এক্স ব্যবহারকারীরা প্রতিক্রয়া দেখিয়েছে, যা পার্সটুডে’র এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

ইরানি এক্স ব্যবহারকারী হাসনাইন হাদ্দাদ জনগণের অধিকার ধ্বংসে যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করেছেন। তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল লুট শুরু করেছে। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের কাছে কোনো দেশ ও জাতির অধিকারের মূল্য নেই; লুট করার মতো কিছু থাকলেই তারা দ্রুত আন্তর্জাতিক আইন থেকে জঙ্গলের আইনে চলে যায়।”

এ প্রসঙ্গে ‘আনিয়া’ নামের এক্স ব্যবহারকারী লিখেছেন, “সাদ্দামের পতনের পর আমেরিকানরা ইরাকের স্বর্ণ চুরি করেছিল। ভেনেজুয়েলাও ঠিক ইরাকের মতোই লুট হবে। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে।”

আরেক নেটিজেন মোহাম্মদ হোসেইন চাভোশি মাদুরোকে গ্রেপ্তারের বিষয়ে লিখেছেন, “স্পষ্টতই নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র অপহরণ করেছে। বলা যায়, বিশ্বের সবচেয়ে বড় অপহরণ সংঘটিত হয়েছে।”

এক্সের আরেক সক্রিয় ব্যবহারকারী পারিসা নাসের যুক্তরাষ্ট্রকে সারা বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলে আখ্যা দেন। এছাড়া হোসেইন পাক নামের এক্স ব্যবহারকারী লিখেছেন, “ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও নিকোলাস মাদুরোকে অপহরণের লক্ষ্য কেবল ভেনেজুয়েলা বা মাদুরো নন। যুক্তরাষ্ট্র বিশ্বকে দেখাতে চায় যে, তারা যা খুশি করতে পারে। কিন্তু এই চিত্রটি মিথ্যা; কারণ যুক্তরাষ্ট্র গত এক বছরে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে জোট বেঁধে লেবাননে সফল হতে পারে নি, ইয়েমেনেও অচলাবস্থায় পড়েছে এবং ইরানের সঙ্গে বারো দিনের যুদ্ধে ব্যর্থ হয়েছে।”

আরেকজন এক্স ব্যবহারকারী রিহান ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় লিখেছেন, “ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সেনারা অপহরণ করে নিউইয়র্কে নিয়ে গেছে—এটাই মার্কিন গণতন্ত্রের একটি নমুনা।”#

পার্সটুডে