বুধবার, ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ভিয়েনায় ইরানি রাষ্ট্রদূতের বাসায় হামলার চেষ্টা; গুলিতে নিহত ১

পোস্ট হয়েছে: মার্চ ১৩, ২০১৮ 

news-image

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানি রাষ্ট্রদূতের বাসভবনের বাইরে পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয়েছে। অস্ট্রিয়ার পুলিশের মুখপাত্র হেরাল্ড মুজের বলেছেন, মধ্যরাতের একটু আগে চাকু নিয়ে এক ব্যক্তি ইরানি রাষ্ট্রদূতের বাসভবনে ঢোকার চেষ্টা করে। এতে বাধা দেয়ায় বাসভবনের নিরাপত্তারক্ষীর ওপর হামলা চালায়।

পুলিশ মরিচের স্প্রে দিয়ে হামলাকারীকে মোকাবেলার চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর তিনি নিরুপায় হয়ে হামলাকারী ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে ঘটনাস্থলেই মারা যায় হামলাকারী।

নিহত ব্যক্তির বয়স ২৬ এবং সে অস্ট্রিয়ার নাগরিক। তার হামলায় রাষ্ট্রদূতের বাসভবনের নিরাপত্তারক্ষী আহত হয়েছেন এবং বর্তমানে তাকে একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশের মুখপাত্র বলেছেন, প্রাথমিক পর্যবেক্ষণে মনে হচ্ছে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে। ওই ঘটনার পর ভিয়েনায় অবস্থিত সব দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। লন্ডনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে হত্যার হুমকি দেয়ার পর ভিয়েনায় এ ঘটনা ঘটলো।

ভিয়েনায় ইরানি রাষ্ট্রদূতের বাসভবনে চাকু নিয়ে প্রবেশের প্রচেষ্টার কারণ এখনও জানা যায় নি। – পার্সটুডে।