শুক্রবার, ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ভারত মহাসাগরে রাশিয়া, চীনের সঙ্গে মহড়ায় পাকিস্তানকে আমন্ত্রণ ইরানের

পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৮, ২০১৯ 

news-image

 

 ইরানের নৌবাহিনী কমান্ডার রিয়ার অ্যাডমিরাল খানজাদি বলেছেন, ভারত মহাসাগরে চীন ও রাশিয়ার সঙ্গে তার দেশ যে নৌমহড়ায় অংশ নিতে যাচ্ছে তাতে পাকিস্তান যোগ দিলে এ অঞ্চলে নৌ নিরাপত্তা বলয় গড়ে তোলা নিশ্চিত হবে। অ্যাডমিরাল খানজাদি তার পাকিস্তান সফরের সময় দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল জাফর মাহমুদ আব্বাসির সঙ্গে মঙ্গলবার সাক্ষাতের সময় একথা বলেন। ইরানের নৌবাহিনী কমাণ্ডার বলেন, তার দেশ পাকিস্তানের বন্দরে শুভেচ্ছা সফরের অংশ হিসেবে যুদ্ধ জাহাজ পাঠাতে প্রস্তুত। আর এধরনের সহযোগিতা উভয় দেশের মধ্যে বন্ধুত্ব আরো জোরদার করবে। মেহর
অ্যাডমিরাল খানজাদি বলেন, আগামী ২৭ ডিসেম্বর ভারত মহাসাগরে যে নৌমহড়া শুরু হতে যাচ্ছে তাতে পাকিস্তানের যোগ দেয়ার ব্যাপারে আমরা অপেক্ষায় আছি। পাকিস্তানের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণে মহড়া আরো কার্যকর হয়ে উঠবে। খানজাদি আরো বলেন, যৌথ সহযোগিতা এ অঞ্চলের দেশগুলোকে শত্রুর বিরুদ্ধে একাট্টা ও বিদেশি শক্তির অনুপ্রবেশ প্রতিরোধ ও নিরাপদ অঞ্চল গড়ে তুলতে সাহায্য করবে।

পাকিস্তান নৌবাহিনীর প্রধান বলেন, চীন ও পাকিস্তান নৌ করিডরের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির সুযোগ রয়েছে। এবং এধরনের সহযোগিতায় ইরান পশ্চিম ও পূর্বের যোগসূত্র হিসেবে এক বিশাল ভূমিকা পালন করতে পারে। একই সঙ্গে পাকিস্তানের নৌবাহিনী প্রধান বলেন, দুটি দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক বৃদ্ধি জরুরি এবং এ অঞ্চলের স্বার্থের জন্যেই তা প্রয়োজন।