বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ভারতে শাখা খুলছে ইরানের ব্যাংক পাসারগাড

পোস্ট হয়েছে: মার্চ ৬, ২০১৮ 

news-image

ভারতের মাটিতে শাখা খুলতে যাচ্ছে ইরানের একটি বেসরকারি ব্যাংক। সম্প্রতি নয়াদিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় ভারতে শাখা খুলতে ইরানি ব্যাংকটিকে লাইসেন্স দেয়ার ঘোষণা দেয়া হয়।

ইরানের ব্যাংক পাসারগাডের ব্যবস্থাপনা পরিচালক মজিদ কাশেমি নয়াদিল্লিতে অনুষ্ঠিত রুহানি-মোদির বৈঠকে ইরানি প্রতিনিধি দলের একজন সদস্য হিসেবে ছিলেন। এসময় ব্যাংকটির শাখা খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়।

শনিবার ইরানি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ভারতের মুম্বাই শহরে খুব শিগগিরই ইরানের বেসরকারি ব্যাংকটির শাখা খোলার কথা রয়েছে।

গত সপ্তাহে রুহানির এই নয়াদিল্লি সফরে দুদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে ১৫টি সমঝোতা স্মারক সই করে উভয় পক্ষ। সূত্র: মেহর নিউজ।