ব্রিকস ও সাংহাই সহযোগিতা সংস্থা স্বাধীন দেশগুলোর জন্য বড় সুযোগ: ইরান
পোস্ট হয়েছে: অক্টোবর ২৩, ২০২৫
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি ও আন্তর্জাতিক বিষয়ক উপ-মন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, ব্রিকস ও সাংহাই সহযোগিতা সংস্থা বহু-পাক্ষিক সহযোগিতার ওপর ভিত্তি করে গঠিত, যা স্বাধীন দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করছে।
তিনি জানান, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ব্রিকস ও সাংহাই সহযোগিতা সংস্থার সঙ্গে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে কঠোর নিন্দা জারি করা হয়েছে। এটি ইরান ও অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য একটি বিশেষ সুযোগ সৃষ্টি করেছে।
গারিবাবাদি বলেন, ইরানের পররাষ্ট্রনীতিতে বহু-পাক্ষিক সম্পর্ক জোরদারের বিশেষ গুরুত্ব রয়েছে এবং এখন আর বিশ্ব শুধু যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেই।