বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ব্রাজিল ডেফলিম্পিকে ইরানের ২২ পদক জয়

পোস্ট হয়েছে: মে ১০, ২০২২ 

news-image

ইরানের তায়কোয়ান্দো অনুশীলনকারীরা রবিবার ২৪তম গ্রীষ্মকালীন বধির অলিম্পিকের ষষ্ঠ দিন শেষে আরও ৪টি পদক জিতেছে।ব্রাজিলের ক্যাক্সিয়াস ডো সুলে বধির অলিম্পিকের এবারের আসর বসেছে।রবিবার ষষ্ঠ দিনে আলিরেজা শরিফী মানেশ এবং ফাতেমেহ জাহরা জেলিকানি দুটি স্বর্ণপদক জিতেছেন। আর মারজিহ খোশহাভাল এবং বেহজাদ আমিরি দেশের হয়ে পুরুষ ও নারীদের তায়কোয়ান্দো প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছেন।এই ৪টি পদক নিয়ে ইরানের ক্রীড়াবিদরা এখন পর্যন্ত প্রতিযোগিতায় ২২টি পদক জিতলো। ইরান এ পর্যন্ত কারা, তায়কোয়ান্দো পুমসে, জুডোসহ বিভিন্ন ক্রীড়া বিভাগে 8টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ৮টি ব্রোঞ্জ পদক জিতেছে। সূত্র: মেহর নিউজ।