বুধবার, ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ব্রাইটলাইট উৎসবে পুরস্কার জিতল ‘উন্ড অব শ্যাডো’  

পোস্ট হয়েছে: মে ২৪, ২০২৩ 

news-image

র‌্যাচেল সাফাদেল রচিত ও পরিচালিত ইরানি অর্ধ-দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘উন্ড অব শ্যাডো’ লস অ্যাঞ্জেলেসের আন্তর্জাতিক ব্রাইটলাইট চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার জিতেছে।

শিশুদের সমস্যা নিয়ে একটি সামাজিক বিষয়বস্তু নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে।গত শীতে তেহরানে ‘উন্ড অব শ্যাডো’র দৃশ্য ধারণ করা হয়। ছবিটি শীঘ্রই প্রদর্শিত হতে যাচ্ছে৷

হানিয়েহ খোসরাভানি, শাহিন জারগার, মেহরি আরমান, রহিম সাফাদেল এবং পারমিস তারখোরানি প্রমুখ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন। সূত্র: মেহর নিউজ।