শুক্রবার, ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বৈজ্ঞানিক কূটনীতিতে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে ইরান

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২, ২০২০ 

news-image

বিশ্বে ইরানি গবেষকদের বৈজ্ঞানিক অবদানের হার উল্লেখযোগ্য বেড়েছে। ২০১১ সালে যেখানে দেশটির বিজ্ঞানিদের অবদানের হার বেড়েছিল ১৭ শতাংশ সেখানে ২০২০ সালে এসে এই অবদান বেড়েছে ৩১ শতাংশ। বৈজ্ঞানিক অবদানে ইরান ১৪ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে বৈজ্ঞানিক কূটনীতিতে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। স্কুপাস ইন্টারন্যাশনাল সাইটেশন ডাটাবেস এর বৈজ্ঞানিক পরিসংখ্যন ও বিশ্লেষণ থেকে এই চিত্র উঠে এসেছ।

ইসলামিক ওয়ার্ল্ড সায়েন্স সাইটেশন সেন্টার (আইএসসি) এর প্রধান মোহাম্মাদ জাভাদ দেহকানি বলেন, আন্তর্জাতিক বৈজ্ঞানিক অংশীদারিত্ব ও কূটনীতির বিকাশ ঘটানো ইরানের অন্যতম প্রধান নীতি। যা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় জোরদার করা হয়েছে।  

২০১৬ সালে বিশ্বে বৈজ্ঞানিক নিবন্ধে ইরানের অবদান ছিল ২০ শতাংশ। পরবর্তী চার বছরে যথাক্রমে ২২, ২৪, ২৭, ৩১ শতাংশ বৈজ্ঞানিক প্রবৃদ্ধি অর্জন করে দেশটি। সূত্র: তেহরান টাইমস।