বেল্ট অ্যান্ড রোড ইয়ুথ বক্সিংয়ে ইরানি মুষ্টিযোদ্ধাদের পদক জয়
পোস্ট হয়েছে: আগস্ট ৩১, ২০২৫

তৃতীয় বেল্ট অ্যান্ড রোড ইয়ুথ বক্সিং ফেস্টিভালে ইরানি যুব মুষ্টিযোদ্ধারা দুটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন। এই প্রতিযোগিতাটি ১৫ থেকে ৩০ আগস্ট চীনের জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় ২০টি দেশের ৩২টি দল অংশ নেয়।
৮০ কেজির ওজন শ্রেণিতে, আমির আলী ফাতাহিয়ান ভারতীয় প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে যান এবং একটি রৌপ্য পদক জিতে নেন।
জুবায়ের ইসা জেহি এবং মতিন চামিপা যথাক্রমে ৫০ কেজি এবং ৫৪ কেজিতে দুটি ব্রোঞ্জ জিতেছেন। সূত্র: মেহর নিউজ