সোমবার, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

English

বৃহৎ দাঙ্গাবিরোধী সমাবেশ; আজ দুপুর ২টায় ইনকিলাব চত্বরে

পোস্ট হয়েছে: জানুয়ারি ১২, ২০২৬ 

news-image

তাসনিম বার্তা সংস্থার রাজনৈতিক প্রতিবেদকের বরাতে জানানো হয়েছে, দাঙ্গা-হাঙ্গামা, দুষ্কৃতকারীদের সশস্ত্র কার্যক্রম, জনগণের হত্যাকাণ্ড ও ক্ষতিসাধন, সরকারি সম্পত্তি ও প্রশাসনিক, সামরিক ও চিকিৎসা প্রতিষ্ঠান ধ্বংস, মসজিদের অবমাননা এবং পবিত্র কুরআনের প্রতি অবমাননার প্রতিবাদে আজ বিকেল ২টায় তেহরানের ইনকিলাব স্কয়ারে সর্বজনীন গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

একই সময়ে প্রদেশ ও জেলার সব কেন্দ্রেও এই বৃহৎ ও গণভিত্তিক সমাবেশ আয়োজন করা হবে।

তিন শাখার প্রধানরা, মন্ত্রিসভা, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (সেপাহ), সেনাবাহিনী, ফারাজা, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন প্রতিষ্ঠান, গণসংগঠন, ধর্মীয় ও শিক্ষার্থী সংগঠন, রাজনৈতিক দল ও গোষ্ঠী, রাজনৈতিক ব্যক্তিত্ব, আলেম-ওলামা, মারজায়ে তাকলিদ এবং ধর্মীয় হায়াতসমূহ পৃথক পৃথক বিবৃতিতে সবাইকে সর্বাত্মক ও ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়ে এই কর্মসূচিতে সমাজের বিভিন্ন শ্রেণির উপস্থিতির গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

আজকের কর্মসূচির মধ্যে থাকবে বক্তব্য প্রদান, প্রস্তাবনা পাঠ, নাশিদ/মার্সিয়া পাঠ ও উদ্দীপনামূলক স্লোগান, কবিতা আবৃত্তি এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের পতাকা উত্তোলন।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি