বৃহস্পতিবার থেকে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু
পোস্ট হয়েছে: জানুয়ারি ২৮, ২০২৬
দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই নন-স্টপ ফ্লাইট পরিচালনা শুরু করবে। শুরুতে সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার ও শনিবার, এই রুটে ফ্লাইট চলবে।
সরাসরি ফ্লাইট চালু হওয়ায় যাত্রীদের আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ট্রানজিট করতে হবে না। এতে ভ্রমণের সময় উল্লেখযোগ্যভাবে কমবে এবং রাউন্ড ট্রিপে প্রায় ৩০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত খরচ সাশ্রয় হবে। এখন সর্বনিম্ন ৫১ হাজার টাকায় ঢাকা-করাচি যাতায়াত সম্ভব হবে।
বিমান বাংলাদেশ ১৬২ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭ উড়োজাহাজ দিয়ে ১৪৭১ মাইল দীর্ঘ এই রুটে ফ্লাইট পরিচালনা করবে। প্রথম ফ্লাইটের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে এবং দ্বিতীয় ফ্লাইটের সিটের ৮০ শতাংশের বেশি বুকিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। যাত্রাপথে সময় লাগবে প্রায় তিন ঘণ্টা।
দীর্ঘদিন পর সরাসরি বিমান চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। অনেকেই পাকিস্তান ভ্রমণের আগ্রহ প্রকাশ করেছেন এবং মনে করছেন, এই উদ্যোগ দুই দেশের মধ্যে পর্যটন, বাণিজ্য ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে।
এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা-করাচি রুটটি শুধু যাত্রী পরিবহন নয়, কার্গো পরিবহন ও কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। পাকিস্তান প্রতিবছর পর্যটন খাত থেকে বিপুল রাজস্ব আয় করে, যা ভবিষ্যতে বাংলাদেশি পর্যটকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।
উল্লেখ্য, ২০১২ সালে নিরাপত্তাজনিত কারণে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর এই ফ্লাইট পুনরায় চালু হওয়াকে দুই দেশের সম্পর্ক জোরদারের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আমাদের সময়